আইটি ডেস্ক: ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ এশিয়ায় উপস্থিতি বৃদ্ধি করছে নেদারল্যান্ডসভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠানটি ভিওন।
মোবাইল অপারেটর বাংলালিংকে গ্লোবাল টেলিকম হোলডিংয়ের মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের মোবাইল অপারেটর জাজ-এ গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের মালিকানা অধিগ্রহণের প্রস্তাবের কথাও জানিয়েছে ভিওন। দুই কোম্পানির জন্য সম্মিলিতভাবে ২৫৫ কোটি ডলার প্রস্তাব করেছে তারা। এই চুক্তি হলে সরাসরি ভিওনের নিয়ন্ত্রণে যাবে বাংলালিংক।
বাংলালিংকের মালিকানা কোম্পানির নাম টেলিকম ভেঞ্চারস লিমিটেড, যার শতভাগ শেয়ারের মালিক গ্লোবাল টেলিকম হোল্ডিং। গ্লোবাল টেলিকমের ৫২ শতাংশ শেয়ারের মালিক ভিওন। গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের সঙ্গে ভিওনের এই লেনদেন ২০১৮ সালের শেষ প্রান্তিকে হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে। ভিওন বলছে, কর্পোরেট কাঠামো সহজ করার পাশাপাশি বিকাশমান বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোতে গুরুত্ব দিচ্ছে তারা।
ভিওনের নির্বাহী চেয়ারম্যান উরসুলা বার্নস বলেন, আরও আকর্ষণীয় ও আশাব্যঞ্জক পোর্টফোলিওর মধ্য দিয়ে শেয়ারহোল্ডারদের জন্য আরও ভালো লাভজনক জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলালিংক ও জাজ-এ বিনিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি।
ইতালির মোবাইল অপারেটর উইন্ড-এর ৫০ শতাংশ মালিকানা ভিওনের। এই শেয়ার বিক্রির জন্য সিকে হাচিনসনের সঙ্গে চুক্তি করেছে তারা। অর্থাৎ উইন্ড থেকে পুরোপুরি বেরিয়ে আসছে ভিওন। উইন্ড-এর শেয়ার বিক্রির অর্থ থেকে ১১০ কোটি ডলার বাংলালিংক ও জাজ- এ গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের মালিকানা নিতে ব্যয় করার পরিকল্পনা করেছে তারা।