আইটি ডেস্ক: চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস লাল রঙের ওয়ানপ্লাস ৬ আনার ঘোষণা দিয়েছে। ওয়ানপ্লাস ৬ রেড নামের এই সংস্করণে চকচকে ও এর মধ্যে কিছুটা কোমল আঁচ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
শুরুতে ভারত আর উত্তর আমেরিকার বাজারে এই মডেলটি পাওয়া যাবে। ১২৮জিবি স্টোরেজ আর ৮জিবি র্যামের ক্ষেত্রে এই মডেলের দাম ধরা হবে ৫৭৯ মার্কিন ডলার। ১০ জুলাই থেকে বিক্রির জন্য মার্কিন বাজারে ছাড়া হবে এটি।
ভারতের বাজারে এটি ছাড়া হবে ১৭ জুলাই থেকে আর সেখানে এর দাম হবে ৩৯,৯৯৯ রুপি। পরবর্তীতে ইউরোপের বাজারেও এই ফোনটি ছাড়া হবে। তবে, এ বিষয়ে তাৎক্ষপণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চলতি বছরের মে মাসে দুটি কালো ওয়ানপ্লাস ৬ বাজারে আনা হয়। ২২ দিনে যার ১০ লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে বলে জানায় নির্মাতা প্রতিষ্ঠানটি। এর পরের মাসেই এর একটি সাদা মডেল আনা হয়। ৬.২৮ ইঞ্চির অ্যান্ড্রয়েড ৮.১ চালিত এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম এসডিএম৮৪৫ ও স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।
১২৮ বা ২৫৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে রাখা হয়েছে ৮জিবি র্যাম আর ৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে আছে ৬জিবি র্যাম। পেছনে ১৬ ও ২০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরার সঙ্গে সামনে রয়েছে ১৬ মেগাপিক্সলের একটি ক্যামেরা।