বিজটেক রিপোর্ট: রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাওকে তাদের অ্যাপে ‘ওয়ালেট’ সেবা যুক্ত করার অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে ‘পাঠাও পে’ নামের এই ডিজিটাল ওয়ালেটে গ্রাহকরা নতুন করে আর রিচার্জ করতে পারবেন না। তবে ওয়ালেটে থাকা টাকা ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, পাঠাও আমাদের কাছে ওয়ালেট সেবা চালুর অনুমোদন চেয়েছিল, ‘নীতিগত’ কারণে যার অনুমতি বাংলাদেশ ব্যাংক দেয়নি। অনুমতি ছাড়া সেবাটি চালুর প্রসঙ্গে তিনি আরো বলেন, পাঠাওকে এই সেবা চালুর অনুমতিই দেয়া হয়নি, সেখানে যদি তারা চালু রাখে তা আইন লঙ্ঘন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও বিএসআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট) এ বিষয়ে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস বলেন, আমাদের সেবাটি ছিল ক্লোজড ওয়ালেট, যার কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা বাংলাদেশে নেই। অন্যদিকে ওপেন ওয়ালেটের জন্য বিষদ নীতিমালা রয়েছে। ভবিষ্যতে এই সেবাটিকে আরো ভালোভাবে পরিবর্তন করে ‘ওপেন ওয়ালেট’ আকারে আমরা নিয়ে আসব, যাতে কোনভাবে নীতি লঙ্ঘন না হয়। সেই সাথে ওপেন ওয়ালেট সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেই ফিরব আমরা।
উল্লেখ্য, ওয়ালেট সেবাটিতে ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট ও অন্যান্য আর্থিক সার্ভিস থেকে গ্রাহকরা টপআপ করতে পারছিলেন। রাইড সম্পন্ন হবার পর সরাসরি অর্থ লেনদেনের পরিবর্তে ওয়েলেট থেকে অর্থ পরিশোধের সুযোগ ছিল এ সেবায়। তবে সেবাটি নিয়ে রাইডারদের মধ্য বেশ অসন্তোষ ছিল।