বিজটেক রিপোর্ট: এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চায়ের দাম কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সাম্প্রতিক চায়ের নিলামে দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।
চায়ের দাম বাড়ার কারণ জানতে চাইলে ন্যাশনাল টি কোম্পানির সরবরাহ বিভাগের প্রধান কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, চলতি বছরে চায়ের উৎপাদন কমে যাওয়ায় অকশনে দাম অনেক বেড়ে গেছে। ছয়মাস আগেও নিলামে চায়ের দাম কেজিতে গড়ে আড়াইশ টাকা ছিল। এখন সেই দাম উঠেছে তিনশ টাকায়। ফলে কোম্পানিগুলো দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।
চট্টগ্রামের আরেক ব্যবসায়ী বলেন, চলতি বছর চায়ের দাম কেজিতে অন্তত একশ টাকা করে বেড়েছে। চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় এই অবস্থা। গত দুই বছর ধরে প্রতিকূল আবহাওয়ার কারণে চায়ের উৎপাদন কম হচ্ছে।
বাজার ঘুরে জানা গেছে, দুই সপ্তাহ আগেও এক কেজির প্যাকেট ২৯০ টাকা থেকে ৩০০ টাকায় পাওয়া যেত। গত সপ্তাহে প্রতি কেজিতে ৫০ টাকা করে দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। এখন লাগছে ৩৫০ টাকা।
বাংলাদেশ চা বোর্ডের হিসাবে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৬৪টি। এসব বাগানে ২০১৭ সালে সাত কোটি ৮৯ লাখ ৫০ হাজার কেজি চা উৎপাদিত হয়। তার আগের বছর উৎপাদন ছিল প্রায় সাড়ে ৮ কোটি কেজি। চলতি বছরের অগাস্ট পর্যন্ত আট মাসে প্রায় চার কোটি ২৮ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের প্রকৃত উৎপাদনের চেয়ে কম ধরা হয়েছে।