জব ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে নিয়োগ দেবে। উক্ত ব্যাংকগুলোতে মোট এক হাজার ২২৯ জনকে নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php-অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।