বিজটেক ডেস্ক: আমি তখন সন্তান সম্ভবা। আমার বর গাড়িতে উঠেই ড্রাইভারকে বললেন, “ভাই, একটু আস্তে চালাবেন যেন বাম্প না খায়”। একদিন এক উবার ড্রাইভারকে বলার পর খেয়াল করলাম তিনি এমন ভাব করলেন যেন শুনতেই পাননি। ঠিকই কিছুদূর যাওয়ার তিনি ধাক্কা খাওয়ালেন আমাকে। সঙ্গে সঙ্গে আমার পেটের বাচ্চাটাও যেন একটা লাফ দিলো।
আমি আআআ বলে একটা চিৎকার দিতেই আমার বর বিরক্ত হয়ে ড্রাইভারকে বললো, “আপনাকে বললাম আস্তে চালাতে যেন বাম্প না খায় আর আপনি কী শুরু করলেন?” আমার বর একটু রেগে গিয়ে কেন এই কথা বললো তা নিয়ে ড্রাইভারের চোটপাট আর কে দেখে! সে সমানে বলতে শুরু করলো, “গাড়ি ভাড়া নিছেন দেইখা কি কিনা নিছেন নাকি? যান, গাড়ি থাইকা নামেন, আপনাগো নিয়া আমি যামুই না”। এই বলে সত্যিই সে গাড়ি থামিয়ে আমাদের নামিয়ে দিলো মাঝ রাস্তায়।
অামরা অসহায়ের মতো নেমে গেলাম, কিছুই করার ছিল না। কারন, আমার বর আমাকে সামলাবে নাকি ওই ড্রাইভারের বিরুদ্ধে অ্যাকশন নিবে? পরে অবশ্য আমরা উবারের অ্যাপে গিয়ে একটা অভিযোগ করেছিলাম। জানি না, অাদৌ ওই ড্রাইভারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়া হয়েছিল কি না!
-Rokeya Lita এর ফেসবুক থেকে নেয়া।
One Comment
Tauhidul Islam
Give Refference.