বিজটেক ডেস্ক: পাঠাও জাস্ট বাটপারি শুরু করসে, আর কিছুই না। এই নিয়ে ৫ বার হলো আমার সাথে। পিকআপ আর ডেস্টিনেশন সেইম থাকলেও ভাড়া অস্বাভাবিক বেশি আসে। স্ক্রিনশট দেখলেই বুঝবেন।
৬০ফিট মনিপুর স্কুলের সামনে থেকে মিরপুর-১ শাহ আলী থানার সামনে, মাত্র ২.৪ কিলো রাস্তা। রাইডের শুরুতে ডিসকাউন্ট দিয়ে দেখালো ২৬টাকা। একই রাস্তা দিয়ে আসলাম মাত্র ১০ মিনিটে। রাইড শেষে ডিসকাউন্টের পরে আসলো ৬৫ টাকা। রাইডের দূরত্ব দেখালো ৫.৮ কিলো।
গুগল ম্যাপের স্ক্রিনশটও দিলাম। রাস্তায় কোথাও লেইট হয় নাই। কোনো উল্টা দিকে ইউটার্ন ছিলোনা। স্রেফ সোজা একটা রাস্তা। দয়া করে কেউ বলবেন না যে ভাই রিপোর্ট করেন টাকা রিফান্ড করবে! ভাই এটা আমি জানি। আমার নিজের টাকা বেশী নিয়ে আবার ঐটাই প্রোমো কোড আকারে দিয়ে কি লাভ? টাকা তো আমার পকেট থেকেই গেলো! পাঠাও অ্যাপ ডেভেলপারদের আরও উন্নত অ্যাপ দেয়ার আহবান জানাচ্ছি।
-Siam Rahman এর ফেসবুক থেকে নেয়া।