ঢাকা     ৩০ ডিসেম্বর ২০২৪ ||  ১৬ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মোটরসাইকেল প্রেমীদের জন্য আসছে সুখবর

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৩

মোটরসাইকেল প্রেমীদের জন্য আসছে সুখবর

দেশের বাজারে এতোদিন ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল বিক্রির অনুমতি ছিলো। তবে এখন থেকে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল বিক্রি ও ব্যবহারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডসহ উচ্চ সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ব্যবহার করাতে পারবে বাইক প্রেমীরা।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করছে ইফাদ অটোস। তবে এত দিন বেশি সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি না থাকায় রয়েল এনফিল্ড ৩৫০ সিসির বাইক কবে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর সেটি ঘুচল বলে জানালেন এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি বলেন, বেশি সিসির মোটরসাইকেলের নিরাপত্তাব্যবস্থা অনেক ভালো। তাতে দুর্ঘটনার ঝুঁকি কমে। ইয়ামাহার দুই হাজার সিসি পর্যন্ত মোটরসাইকেল আছে। আমরাও দেশে উচ্চ সিসির বাইক আনব, তবে একটু ধীরে।