ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৪ ||  ৭ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সিএনজি চালিত বাইক আনছে বাজাজ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৯ অক্টোবর ২০২৩

সিএনজি চালিত বাইক আনছে বাজাজ

ভারতের বাইক নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ সিএনজি চালিত মোটরসাইকেল আনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বাইকের কিছু প্রোটোটাইপও বানিয়ে ফেলেছে সংস্থাটি। বাইকের নাম থাকতে পারে 'বারজার ই১০২ সিএনজি'।

কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের পাশাপাশি, এথানল চালিত বাইকের সংখ্যাও বাড়াতে চাইছে সংস্থাটি। গত কয়েক বছর ধরে বায়ু দূষণ কমানো এবং ইমপোর্ট বিলের খরচ কমানোর জন্য গাড়ি নির্মাণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তিন চাকাতে বাজাজ সিএনজি ও এলপিজি’র ব্যবহার এনেছে। সেই সাফল্য থেকেই দুই চাকায় সিএনজি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতি বছর এই বাইকের ২ থেকে দেড় লাখ ইউনিট উৎপাদন করবে সংস্থাটি। তবে এর দাম কত হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি বাজাজ।