ঢাকা     ০২ জানুয়ারি ২০২৫ ||  ১৯ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অরক্সা এনার্জির ই-বাইক: এক চার্জে চলবে ২২১ কিলোমিটার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২৩ নভেম্বর ২০২৩

অরক্সা এনার্জির ই-বাইক: এক চার্জে চলবে ২২১ কিলোমিটার

ভারতীয় জনপ্রিয় টু হুইলার সংস্থা অরক্সা এনার্জি নতুন ই-বাইক আনছে বাজারে। অরক্সা ম্যান্টিস নামের ইলেকট্রিক বাইকটি একবার চার্জে ২২১ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

অ্যালমুনিয়াম সাব-ফ্রেম দিয়ে তৈরি ই-বাইকে দেয়া হয়েছে ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। রয়েছে লিকুইড কুল্ড মোটর যা সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার এবং ৯৩ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটির সর্বোচ্চ গতি ১৩৫ কিলোমিটার। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় নেয় ৮.৯ সেকেন্ড।

বাইকটি ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে ৫ ঘণ্টা। ফাস্ট চার্জারের মাধ্যমে ২.৫ ঘণ্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে ৩ লাখ ৬০ হাজার রুপি।