
দেশের বাজারে দুটি ইলেকট্রিক বাইক এনেছে ‘রিভো। রিভো ‘এ১০’ মডেল এর দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। বাইক দুটি একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল বলেন, আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক।
প্রসঙ্গত- রিভো ‘এ১০’ বৈদ্যুতিক বাইকটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি।
এছাড়া- রিভোর ‘এ১২’ বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেল এর একটি উন্নত সংস্করণ। পেশাদার এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই মডেলে রয়েছে ৬০ ভোল্ট / ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি চলতে পারবে ৭৫-৮৫ কিলোমিটার। কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে।