ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ১৩ এপ্রিল ২০২২

তিন দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। বর্ষবরণ ও সাপ্তাহিক ছুটি শেষে মোট তিনদিন পর আগামী ১৭ এপ্রিল আবার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বাংলা ১৪২৯ সালের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটিকে বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।

এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার। আগামী রোববার থেকে যথানিয়মে চলবে পুঁজিবাজার।