পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি) ব্রোকারেজ হাউজগুলোকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছে।
ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠককালে এ আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক সূত্র মতে, বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিলো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়টি। এক পর্যায়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য আইপিও ও বন্ড ইস্যু করতে পারেন। সক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানগুলো এই প্রস্তাব নিয়ে গেলে বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্রোকারেজ হাউজগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা চাইলে আইপিও ও বন্ডের মাধ্যমে বাজার থেকে টাকা তুলতে পারবে।