ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বস্ত্র রফতানিতে নগদ সহায়তার শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪২, ১০ মে ২০২২

বস্ত্র রফতানিতে নগদ সহায়তার শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

দেশের বস্ত্র খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার শর্ত কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রফতানি নগদ সহায়তা পেতে হলে ন্যূনতম ২০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। যা আগে সর্বনিম্ন হার ছিল ৩০ শতাংশ।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ১০০ টাকার পণ্য আমদানি করে এর সঙ্গে ন্যূনতম ৩০ টাকার পণ্য সংযোজন করে রফতানি করতে হতো। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে স্থানীয় মূল্য সংযোজন হার ৩০ শতাংশ ছিল এখন তা ২০ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিল করা অনিষ্পন্ন আবেদনগুলোসহ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।