ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজার চাঙা করতে নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৫, ২৩ মে ২০২২

আপডেট: ০৪:১৯, ২৩ মে ২০২২

পুঁজিবাজার চাঙা করতে নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্ত

পুঁজিবাজারের চলমান মন্দা কাটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্জিন ঋণ সুবিধা বাড়িয়ে এবার ১:১ বা নিজস্ব ১ টাকার বিপরীতে ১ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যা সোমবার (২৩ মে) থেকেই কার্যকর।

রোববার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত ৪০ মূল্য-আয় অনুপাতের (পি/ই রেশিও) পর্যন্ত যেকোন সিকিউরিটিজে ১০০% হারে মার্জিন ঋণ পাওয়া যাবে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে মার্জিন বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেকোনো সিকিউরিটিজের প্রাইস-আর্নিংস (পিই) রেশিও ৪০ পর্যন্ত মার্জিন ঋণের সর্বোচ্চ হার (সীমা) ১:১। অর্থাৎ একজন বিনিয়োগকারী শেয়ারবাজারে যে পরিমাণ নিজস্ব অর্থ বিনিয়োগ করবেন, তার সমপরিমাণ মার্জিন ঋণ নিতে পারবেন।

এর আগে মার্জিন ঋণের হার নির্ধারণ করা হয় গত বছরের ১৫ নভেম্বরে। সে সময় মার্জিন ঋণের হার নির্ধারণ করা হয় ১:০.৮। অর্থাৎ বিনিয়োগকারীরা ১০০ টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ টাকা মার্জিন ঋণ নিতে পারতেন।

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে ভয়াবহ দরপতন দেখা দিয়েছে। শেষ আট কার্যদিবসের টানা পতনের মধ্য রয়েছে বাজার। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।