ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৭, ৫ জুন ২০২২

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা

টানা দর পতনের পর গত সপ্তাহে ঘুড়ে দাঁড়ায় দেশের দুই পুঁজিবাজার। আলোচ্য সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এসময় বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪৬ হাজার ৪০৬ কোটি ১৫ লাখ টাকা। আর সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজার ৬ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬০০ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ার ও ইউনিট দর।