প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় নতুন একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এজন্য ইতোমধ্যে ইস্যু ম্যানেজারও নিয়োগ করেছে কোম্পানিটি।
জানা গেছে, ঢাকার নিকুঞ্জে অবস্থিত পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের পরিচালনাকারী কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে আসতে আগ্রহী। এজন্য কোম্পানিটি শান্তা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শান্তা ইক্যুইটি লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে।
তবে কোম্পানিটির পক্ষ থেকে এখনো নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিতে আইপিওর আবেদন জমা দেয়া হয়নি। এর আগে ২০২০ সালে কোম্পানিটি সরাসরি তালিকাভুক্তি পদ্ধতির আওতায় পুঁজিবাজারে আসার উদ্যোগ নিয়েছিল। তখন প্রক্রিয়াটি অনেক দূর এগুনোর পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি বেস্ট হোল্ডিংসের ইস্যু ম্যানেজার শান্তা ইক্যুইটির উর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসি’র সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই বৈঠকে তারা বেস্ট হোল্ডিংসকে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন।