ঢাকা     ১৭ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে বিনিয়োগ বাধা কাটছে ব্যাংকের

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৪, ২০ জুলাই ২০২২

আপডেট: ২০:২৪, ২৪ জুলাই ২০২২

পুঁজিবাজারে বিনিয়োগ বাধা কাটছে ব্যাংকের

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর বিনিয়োগসীমার হিসাব গণনার পদ্ধতি পরিবর্তনের দাবি করে আসছিলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আসার কয়েকদিনের মধ্যেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন নতুন গভর্নর। এলক্ষ্যে বিষয়টি অনুমোদনের জন্য অর্থমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিএসইসি সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা গণনা করা হয় ক্রয়মূল্য অথবা বাজারমূল্যের মধ্যে যেটি বেশি, সেটি ধরে। এই পদ্ধতিতে গণনা করা ব্যাংকের দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা হয়।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। এছাড়া কোনো ব্যাংক তার বিনিয়োগসীমার মধ্যে শেয়ার কিনলে সেটির দর বেড়ে সীমা অতিক্রম করলেই তা বিক্রি করে দিতে হয়। এতে বাজারে বিক্রয়ের চাপ তৈরি হয়।

বিনিয়োগকারীদের দীর্ঘদিনের চাহিদা বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানের মাধ্যমে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।