ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো যেসব কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২৩ জুলাই ২০২২

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিলো যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০১.৪০ টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৭০ টাকা বা ২১.৪০ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৮৮ হাজার টাকা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড ছিলো তৃতীয় স্থানে। সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইলের ৭.৭৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.১৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.২৮ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.২০ শতাংশ এবং এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর ৪.৪৭ শতাংশ বেড়েছে।