ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

‘পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শিগগিরই’

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৮, ৫ আগস্ট ২০২২

‘পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শিগগিরই’

সরকারি বন্ডগুলো শিগগিরই পুঁজিবাজারে লেনদেন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভালো কাজ করছে জানিয়ে গভর্নর বলেন, ক্যাপিটাল মার্কেটে কমার্শিয়াল ব্যাংকের এক্সপোজার লিমিটের (বিনিয়োগসীমা) যে বাঁধা ছিল সেটি সমাধান হয়ে গেছে।

তিনি বলেন, আমাদের পুঁজিবাজারের উন্নয়ন হয়েছে। তবে বন্ড মার্কেটের উন্নয়ন হয়নি। আমি অর্থসচিব থাকার সময়েই বিএসইসি চেয়ারম্যানকে বলেছিলাম যে, আপনারা বন্ড মার্কেটের ওপর নজর দেন। গত এক বছর ধরে বিএসইসি চেয়ার‌্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বন্ড মার্কেট নিয়ে কাজ করছেন।

গভর্নর আরো বলেন, বন্ড মার্কেটে উন্নয়ন অনুপস্থিত। এজন্য আমরা সরকারি বন্ডগুলো সেকেন্ডারি মার্কেটে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি। অলরেডি সেকেন্ডারি মার্কেটে ট্রায়াল হয়ে গেছে। খুব শিগগিরই সরকারি বন্ডগুলো সেকেন্ডারি মার্কেটে লেনদেন হবে।