ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রেমিট্যান্সের পালে হাওয়া, সাতদিনে এলো ৫ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩, ১১ আগস্ট ২০২২

আপডেট: ২০:৪১, ১২ আগস্ট ২০২২

রেমিট্যান্সের পালে হাওয়া, সাতদিনে এলো ৫ হাজার কোটি টাকা

দেশের অর্থনীতি নিয়ে যখন নানা উৎকণ্ঠা ঠিক তখনই রেমিট্যান্সের পালে হাওয়া বইতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় দেশে আসার পর আগস্ট মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ডলার। যা বর্তমান বিনিময় হার (ডলার প্রতি ৯৫ টাকা) হিসাবে পাঁচ হাজার ২২৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে যে রেমিট্যান্স এসেছে, তা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। ওই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭ কোটি ১০ লাখ ডলার। এই সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে।

এরই ধারাবাহিকতায় গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসে দেশে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জুলাইয়ে ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকার বৈধ পথে দেশে রেমিট্যান্স আনতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে। এতে আগের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে চলতি অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। সেই ধারা আগস্টেও আছে। আগামীতেও তা অব্যাহত থাকবে আশা করা হচ্ছে।