ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডলার বেচাকেনা করতে বাণিজ্যিক ব্যাংকের ব্যাপক সাড়া

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৮, ২১ আগস্ট ২০২২

ডলার বেচাকেনা করতে বাণিজ্যিক ব্যাংকের ব্যাপক সাড়া

মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম্য রুখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২৩টি বাণিজ্যিক ব্যাংকের ৬৬৬টি শাখা ডলার বেচাকেনায় আবেদন করেছে। দেশে চলমান ডলার সংকট নিরসনে গত ১১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) শাখা ছাড়াও অন্যান্য শাখায় ডলার কেনাবেচার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২৩টি ব্যাংকের ৬৬৬টি শাখা এই সেবা চালু করার অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বাংলাদেশ ব্যাংক সেগুলো যাচাই-বাছাই করে অনুমোদন দেবে।

জানা গেছে, মানিচেঞ্জার ব্যবসায়ীদের ওপর নির্ভরতা কমানো ও হুন্ডি প্রতিরোধে সারাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখায় নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালুর সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর (এডি) শাখা থেকেই কেবল নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে। চলতি সপ্তাহেই ব্যাংকগুলোতে এ ধরনের সেবা চালুর অনুমোদন দেয়া হতে পারে বলে জানা গেছে।