চলতি মাসে মূল্যস্ফীতির হার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ইউরোজোন। এই সময়ে মূল্যস্ফীতি বেড়ে রেকর্ড ১০ শতাংশে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
ইউরোস্টেটের তথ্যে দেখা যায়, ১৯টি দেশ নিয়ে গঠিত ইউরোজোনে এ মাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসের ৯ দশমিক ১ শতাংশ থেকে বেশি। তাছাড়া সেপ্টেম্বরের এই মূল্যস্ফীতি ৯ দশমিক ৭ শতাংশের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। -খবর আল-জাজিরার।
ইউরোজোনের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির মূল্যস্ফীতি এককভাবে ৭০ বছর আগে কোরিয়া যুদ্ধের পর বেড়ে সর্বোচ্চ দাঁড়িয়েছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে খাদ্য ও জ্বালানির বাজারে অস্থিতিশীলতায় দেশে দেশে মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হতে থাকে।
মূল্যস্ফীতি নিয়ে অস্বস্তিতে পড়ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। কারণ ব্যাংকটির লক্ষ্য হলো মূল্য বৃদ্ধি দুই শতাংশে রাখা। চাহিদা বেশি থাকার কারণেই মূলত মূল্যস্ফীতির উচ্চ হার দেখা দিয়েছে।
খাদ্য ও জ্বালানির ফলে যে অস্থিরতা দেখা দিয়েছে তার ওপর নজর রাখছে অঞ্চলটির কেন্দ্রীয় ব্যাংকটি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরো বাড়াতে পারে সংস্থাটি।