ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অর্থনৈতিক সংকটেও বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩০, ১৭ অক্টোবর ২০২২

আপডেট: ০২:৩০, ১৯ অক্টোবর ২০২২

অর্থনৈতিক সংকটেও বাড়ছে বাংলাদেশি পোশাকের চাহিদা

করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে পুরো বিশ্ব। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিতে মানুষ পোশাক কেনা কমিয়ে দিচ্ছে। তবে বৈশ্বিক এ সংকটের মধ্যেও ইউরোপের বাজারে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি।

চলতি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ ৪৯৪ কোটি ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশভিত্তিক রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্যমতে, জার্মানিতে পোশাক রপ্তানি ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৫২ কোটি ডলারে দাঁড়িয়েছে। স্পেনের বাজারে ২১ দশমিক ৩৫ শতাংশ ও ফ্রান্সের বাজারে রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ। তবে ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রপ্তানি ২৪ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২০১ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি।

এছাড়া অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৭৬ কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। অপ্রচলিত বাজারের মধ্যে, জাপানে রপ্তানি ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩০ কোটি ৬৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।