ঢাকা     ২২ জানুয়ারি ২০২৫ ||  ৯ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

লটারিতে ১০৫ কোটি টাকা জিতেও খোঁজ নেই বাংলাদেশির

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ৪ জানুয়ারি ২০২৩

লটারিতে ১০৫ কোটি টাকা জিতেও খোঁজ নেই বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘দ্য বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৩৫ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি টাকায় ১০৫ কোটি টাকা পেলেও খোঁজ পাওয়া যাচ্ছেনা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রায়ফুলকে।  

আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস এ নিয়ে একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের আল আইনে বসবাসরত মোহাম্মদ রায়ফুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন কর্তৃপক্ষ। আয়োজকরা জানিয়েছেন, নতুন এই কোটিপতির সঙ্গে যোগাযোগ করার আগ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। এছাড়া তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি তারা।

তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন প্রবাসী সাংবাদিকরাও। প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি বিমানবন্দর ও শহরের প্রচারের জন্য বিগ টিকিট লটারি চালু করা হয়েছিল। প্রতি মাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রথম স্থানের জন্য পুরস্কারের অর্থের মূল্য প্রতি মাসে পরিবর্তিত হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারিতে প্রথম পুরস্কার ছিল ৩৫ কোটি দিরহাম।

এই পর্বে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। এছাড়া আরো তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান  প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।