ঢাকা     ১৭ ডিসেম্বর ২০২৪ ||  ৩ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নতুন উচ্চতায় বাংলাদেশ-কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২৫ জানুয়ারি ২০২৩

আপডেট: ২১:৪০, ২৭ জানুয়ারি ২০২৩

নতুন উচ্চতায় বাংলাদেশ-কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য

নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রায় ৪০ শতাংশ বেড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিলো ৩ দশমিক ০৩৫ বিলিয়ন ডলার। তার আগের বছর এ বাণিজ্য ছিল ২ দশমিক ১৮৮ বিলিয়ন ডলার।

গত বছর কোরিয়ায় ৬৭৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তার আগের বছর রপ্তানি করেছিল ৫৫২ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২১ সালে কোরিয়া থেকে ১ দশমিক ৬৩৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। আর ২০২২ সালে আমদানি ৪৪ দশমিক ১ শতাংশ বেড়ে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-তৈরি পোশাক, খেলাধুলার সামগ্রী ও ব্রোঞ্জ স্ক্র্যাপ। ২০২২ সালে কোরিয়ায় মোট রপ্তানির ৮৩ দশমিক ২ শতাংশ ছিল তৈরি পোশাক। অন্যদিকে, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশে কোরিয়ার রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ ছিল ডিজেল আমদানি।

২০২২ সালে কোরিয়া থেকে ডিজেল আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় ৭০৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৭২ মিলিয়ন ডলারে দাঁড়ায়।