ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সঙ্কটেও পোশাক খাতে বইছে সুবাতাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

সঙ্কটেও পোশাক খাতে বইছে সুবাতাশ

বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটেও বাংলাদেশের তৈরি পোশাক খাতে সুবাতাশ বইছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে মোট ২৭.৪১৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা মোট রপ্তানি আয়ের ৮৪.৫০ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে। ইপিবির প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আয় এসেছে ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার সমান।

দেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার ইউরোপে যুদ্ধের প্রভাব আর বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেই চলতি বছরের শুরু থেকে রপ্তানি আয়ে ভাল খবর দিয়ে আসছিল ব্যবসায়ীরা।

রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্চের দিকে রপ্তানি আয় কমে আসতে পারে। কিন্তু তার আগেই জানুয়ারি মাসে কিছুটা কমলো। যদিও চলতি বছরের প্রথম সাত মাসের (জুলাই-জানুয়ারি) জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কমেনি। পাশাপাশি আগের বছরের চেয়ে প্রায় দশ শতাংশ বেশি রয়েছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৮ বিলিয়ন ডলার। আর জুলাই-জানুয়ারি সাত মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩২.৪৩৭ বিলিয়ন ডলার।

জুলাই-জানুয়ারি সাত মাসে অন্যান্য প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মৎস্য ২৯২.৬৫ মিলিয়ন ডলার, কৃষিজাত পণ্য ৫৫৫.২৭ মিলিয়ন ডলার এবং পাট ও পাটজাত পণ্য ৫৪৮ মিলিয়ন ডলার।