ঢাকা     ২৮ এপ্রিল ২০২৫ ||  ১৫ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২২:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

১০০০ টাকা মূল্যমানের নতুন নোট আগামীকাল বৃহস্পতিবার বাজারে আসছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।