ঢাকা     ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  ৪ আশ্বিন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা

দিন দিন জনপ্রিয় হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। গত ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিলো ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই -ডিসেম্বর) ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪৮ কোটি টাকা। ডিসেম্বর মাসে লেনদেন হয়েছে ২৭ হাজার ৫৫৮ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বরে লেনদেনের পরিমাণ ছিলো ২০ হাজার ৫৫৮ কোটি টাকা। আর ২০২০ সালের ডিসেম্বরে লেনদেন হয়েছিলো ৮ হাজার ৯২ কোটি টাকা।

গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই আর্থিক লেনদেন করতে আগ্রহী হওয়ায় গত বছরের ডিসেম্বর শেষে গ্রাহক সংখ্যা বেড়ে ৬২ লাখ ৫২ হাজারে দাঁড়িয়েছে। এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিলো ৪৪ লাখ ৩৯ হাজার।