ঢাকা     ০৬ জানুয়ারি ২০২৫ ||  ২৩ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের ইতিহাসে ডলারের বিনিময় হারে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৪১, ২৪ মে ২০২৩

আপডেট: ১৫:৪২, ২৫ মে ২০২৩

দেশের ইতিহাসে ডলারের বিনিময় হারে রেকর্ড

বিশ্বব্যাপী ডলার সংকট দিন দিন বাড়ছে। বাংলাদেশেও ডলার সংকটে টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে মার্কিন এই মুদ্রা। চাহিদা বেশি থাকায় ঘন ঘন বাড়ছে ডলারের দাম। সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বেড়ে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ১০৮ টাকা ৭৫ পয়সা দরে। এক বছর আগে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৮৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতি ডলারে টাকার দাম কমেছে ২৪ দশমিক ২৮ শতাংশ বা ২১ টাকা ৫০ পয়সা।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসে প্রায় প্রতিটি কার্যদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দাম কমার অন্যতম কারণ আমদানি ব্যয় বেড়ে যাওয়া। বিপরীতে রপ্তানি আয় ও রেমিট্যান্সে গতি কমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৫ হাজার ৩৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। বিপরীতে রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৩২ কোটি ৫০ লাখ ডলারের পণ্য। এতে এক হাজার ৪৬১ কোটি ৩০ লাখ (১৪ দশমিক ৬১ বি‌লিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে।

এদিকে গত এপ্রিল মাসে প্রবাসীরা ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৬.২৭ শতাংশ কম।