ঢাকা     ১৮ অক্টোবর ২০২৪ ||  ৩ কার্তিক ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বর্ণের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৯ জুলাই ২০২৩

আপডেট: ১৫:৫০, ১১ জুলাই ২০২৩

স্বর্ণের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক কমেছে। গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯১০ ডলারের আশেপাশে রয়েছে।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্বর্ণের ওপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।

সম্প্রতি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আভাস দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছরের বাকি সময় আরও দুইবার সুদের হার বাড়ানো হতে পারে।

এতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে ডলার। স্বাভাবিকভাবেই ইউএস মুদ্রার মূল্যমান উর্ধ্বমুখি হবে। সেই সঙ্গে ব্যবসায়ীদের কাছে স্বর্ণের চাহিদা কমবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটবে।

উল্লেখ্য, গত মে মাসে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দর। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ২০৭০ ডলারে।