ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পরিবর্তন হচ্ছে ইসলামী ব্যাংকের নাম

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৭, ৫ আগস্ট ২০২৩

পরিবর্তন হচ্ছে ইসলামী ব্যাংকের নাম

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিবতর্নকৃত নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।’  আগামী ৬ আগস্ট থেকে কোম্পানির নতুন নাম কার্যকর হবে।

তথ্য অনুযায়ী, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করার নির্দেশনা দেয়া হয়।

তবে ব্যাংকের আইন অনুযায়ী, কোন কোম্পানির নাম পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা আবশ্যক ছিল। কিন্তু পরবর্তীতে প্রাথমিক কাজ শেষ করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তি জারি করে ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জান গেছে।