ঢাকা     ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৪ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীন ছেড়ে মার্কিন ক্রেতাদের নজর বাংলাদেশের পোশাক শিল্পে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ৪ আগস্ট ২০২৩

আপডেট: ২১:৫৪, ৪ আগস্ট ২০২৩

চীন ছেড়ে মার্কিন ক্রেতাদের নজর বাংলাদেশের পোশাক শিল্পে

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক টানাপড়েনে চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্যাশন ব্র্যান্ডগুলো। যুক্তরাষ্ট্রের ৩০টি ফ্যাশন কোম্পানি নিয়ে সম্প্রতি চালানো জরিপে এমনটাই তুলে ধরেছে ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএসএফআইএ)।

জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ কোম্পানি দুই বছরের মধ্যে চীন থেকে আমদানি কমানোর কথা জানিয়েছে। চলতি বছর ৪০ শতাংশ কোম্পানি তাদের চাহিদার ১০ শতাংশেরও কম পোশাক আমদানি করেছে চীন থেকে। ২০২২ সালে আমদানির হার ছিল ৩০ যা ২০১৯-এ ছিল ২০ শতাংশ। তার চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো প্রায় ৬১ শতাংশ কোম্পানি চলতি বছরে সরবরাহকারী হিসেবে তালিকায় চীনকে প্রথমে রাখেনি, ২০২২ সালে এ হার ছিল ৫০ শতাংশ। বর্তমানে চীনের পরই আমদানি উৎস হিসেবে রয়েছে ভিয়েতনামের নাম। তারপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া।

অনেক কোম্পানি চীনের কাঁচামালের ওপর এখনো নির্ভরশীল। জরিপে অংশ নেয়া ৭০ শতাংশ কোম্পানি চীন থেকে সুতা ও কাপড় প্রস্তুতির প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার ব্যাপারে ইতিবাচক মন্তব্য জানিয়েছে। তারা মনে করে, চলমান পরিস্থিতিতে তাদের হাতে কোনো বিকল্প সুযোগ নেই।