ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্রিকস ব্যাংকের ১ শতাংশ শেয়ার পাচ্ছে বাংলাদেশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ আগস্ট ২০২৩

ব্রিকস ব্যাংকের ১ শতাংশ শেয়ার পাচ্ছে বাংলাদেশ

সদস্যপদ না পেলেও ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, যেটাকে আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি তারা যদি কোনো দেশে অপারেট করতে চায়, সে দেশে একটা আইনি কাঠামোর মধ্যে তাদের কিছু প্রটেকশন দিতে হয়। সেই প্রটেকশন দেওয়ার জন্য এ আইন।

‘সাধারণত আমাদের দেশে এ ধরনের যত কোম্পানি আছে, ব্যাংক আছে প্রত্যেকটাকে এরকম প্রটেকশন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংককে দেওয়া হয়েছে। সবসময় এটা দেওয়া হয়। তারই ধারাবাহিকতাই এটা দিতে হচ্ছে’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।