ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অবসরের পরও ব্যাংক কর্মকর্তাদের পরিচালক হওয়ার সুযোগ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৩

অবসরের পরও ব্যাংক কর্মকর্তাদের পরিচালক হওয়ার সুযোগ

ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরে যাওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না এতোদিন। এ শর্ত শিথিল করে এখন থেকে অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওই ব্যাংকের পরিচালক হতে পারবেন ব্যাংক কর্মকর্তারা।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে। আগের নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। পাঁচ বছর অতিক্রম করার পরে পরিচালক হিসেবে যোগদান করতে পারবেন।