ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশ থেকে নেয়া ঋণের পুরো অর্থ ফেরত দিলো শ্রীলঙ্কা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ থেকে নেয়া ঋণের পুরো অর্থ ফেরত দিলো শ্রীলঙ্কা

মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে দুই বছর আগে বাংলাদেশের কাছ থেকে নেয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলংকা। শেষ কিস্তিতে শ্রীলঙ্কা বৃহস্পতিবার রাতে প্রায় ৫০ মিলিয়ন ডলার এবং ঋণের সুদ ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২১ সালের মে মাসে এক বছরের জন্য এই ঋণ নেয় শ্রীলঙ্কা। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং শ্রীলঙ্কা সরকার নিজেকে দেউলিয়া ঘোষণা করে। এ কারণে দেশটি বেশ কয়েকবার ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে।

এ বছর শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং দেশটি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০ আগস্ট প্রথম ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। এরপর ৩১ আগস্ট তারা ১০০ মিলিয়ন ডলার ফেরত দেয়। অবশেষে বৃহস্পতিবার রাতে বাকি ৫০ মিলিয়ন ডলার সুদসহ ফেরত দিল দেশটি।