অনলাইন জুয়া ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর ২১ হাজার ৭২৫ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই বিকাশ, নগদ ও রকেটের।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের লেনদেনে জড়িত না হতে নগদ, বিকাশ, রকেটসহ অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানকে সতর্ক করেছে সংস্থাটি।
বিএফআইইউর পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের নয় মাসে ৩৭১টি অনলাইন গেমিং ও বেটিং লেনদেন, অনলাইন ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ৯১টি লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ৪১৩টি লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া অবৈধ হুন্ডি, গেমিং, বেটিং ও ক্রিপ্টো সংক্রান্ত ৮১৪ ওয়েবসাইট, ১৫৯ অ্যাপ ও ৪৪২ সোশ্যাল মিডিয়া পেজ ও লিংকের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠিয়েছে বিএফআইইউ। সংস্থাটি ২১ মানি চেঞ্জার এবং তাদের ৩৯ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠিয়েছে।