রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম। এ নিয়ে দুই দিনের ব্যবধানে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ভরিপ্রতি স্বর্ণ কিনতে ক্রেতাকে এখন গুনতে হবে ৯৮ হাজার ২১১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। অর্থাৎ দুইদিনের ব্যবধানে দেশের বাজারে দু’দফা দাম কমলো। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৩৩ টাকা।
এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮০ ডলার কমে গেছে।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৩ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।