ঢাকা     ১৮ অক্টোবর ২০২৪ ||  ৩ কার্তিক ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সপ্তাহের ব্যবধানে তিন দফা কমলো স্বর্ণের দাম

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৯, ৪ অক্টোবর ২০২৩

সপ্তাহের ব্যবধানে তিন দফা কমলো স্বর্ণের দাম

মাত্র চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে গত ১ অক্টোবর ও ২৮ সেপ্টেম্বর দুই দফায় দাম কমানো হয়। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম তিন দফা কমলো। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ২০০ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।