ঢাকা     ০৫ জানুয়ারি ২০২৫ ||  ২১ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বর্ণের দামে বড় পতন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ৯ অক্টোবর ২০২৩

আপডেট: ২২:২১, ১২ অক্টোবর ২০২৩

স্বর্ণের দামে বড় পতন

বছরেরে শুরুতে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও গত এক মাসে মূল্যবান এ ধাতুর দাম কমেছে ১০০ ডলার। শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে হয় প্রতি আউন্স এক হাজার ৮২০ ডলার।

মূলত মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি ট্রেজারি ইয়েল্ড বাড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে কয়েক মাস ধরেই নিম্নমুখী স্বর্ণের দাম।

ট্রেডিং ইকোনমিকসের হিসাবে, গত ৬ অক্টোবর বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮২০ ডলার। যা মাত্র এক মাস আগে গত ৭ সেপ্টেম্বর প্রতি আউন্স ছিলো এক হাজার ৯২০ ডলার। সে হিসাবে এক মাসে স্বর্ণের দাম কমেছে ১০০ ডলার বা ৪.৫৩ শতাংশ।
এদিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আরেক দফা সুদের হার বাড়াবে। ফলে ডলার আরো শক্তিশালী হবে। এতে আরো নিম্নমুখী হতে পারে স্বর্ণের বাজার।

বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টেলেমাসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট ডিমিট্রিজিন বলেন, আমার বিশ্বাস আগামী ছয় মাস স্বর্ণের দাম প্রতি আউন্স এক হাজার ৭০০ ডলার থেকে এক হাজার ৯০০ ডলারের মধ্যে লেনদেন হবে।

আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশেও কমছে স্বর্ণের দাম। সাত দিনে তিন দফায় ভরিতে কমেছে চার হাজার ২০০ টাকা। দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বর্তমানে বিক্রি হচ্ছে ৯৭ হাজার ৪৪ টাকা। আর ২১ ক্যারেটের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৬ হাজার ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।