ঢাকা     ১৮ অক্টোবর ২০২৪ ||  ৩ কার্তিক ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যুদ্ধের প্রভাব স্বর্ণের বাজারে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২০ অক্টোবর ২০২৩

যুদ্ধের প্রভাব স্বর্ণের বাজারে

মধ্যপ্রাচ্যে ইসরাইল-হামাসের যুদ্ধের প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহমূল্য আগস্টের পর সর্বোচ্চ বেড়েছে। স্বর্ণের বাজারদর শিগগিরই দুই হাজার ডলার অতিক্রম করবে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।

সম্প্রতি স্বর্ণের দাম বাড়ায় তা ১২ মাসের রিটার্নভিত্তিক এসঅ্যান্ডপির ৫০০ সূচক এসপিএক্সকে ছাড়িয়ে গেছে। ডাও জোনসের বাজার তথ্যানুযায়ী, কমেক্সের সবচেয়ে সক্রিয় ডিসেম্বরের স্বর্ণ সরবরাহ চুক্তিমূল্য ৩২ ডলার ৬০ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৬৮ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে, আগে যা ১ হাজার ৯৭৫ ডলার ৮০ সেন্টে উঠেছিল। ৩০ আগস্টের পর এখন স্বর্ণের দাম সর্বোচ্চে রয়েছে।

গত এক বছরে সবচেয়ে বেশি সক্রিয় স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহমূল্য ১৮ দশমিক ৮৭ শতাংশ রিটার্ন দেখেছে। যেখানে এসঅ্যান্ডপি ৫০০-এর রিটার্ন ছিল ১৬ দশমিক ৬৯ শতাংশ ও মোট রিটার্ন হচ্ছে ১৮ দশমিক ৭ শতাংশ।

সুইসকোট ব্যাংকের সিনিয়র অ্যানালিস্ট ইপেক ওসকারদেসকায় বলেন, ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে স্বর্ণ একটি নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম। এ কারণে রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতার সময়ে ঝুঁকিপূর্ণ সম্পদের দরপতন হতে থাকে এবং স্বর্ণের দাম বাড়তে শুরু করে।

সিটি ইনডেক্স এবং ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ডলারের বিনিময় হারে ঊর্ধ্বমুখী প্রবণতা ও মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ সুদ হার সুবিধা থাকা সত্ত্বেও স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত স্বর্ণের দাম বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।

অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীরা স্বর্ণ ক্রয় বাড়িয়ে দেন। ধাতুটির দাম অস্বাভাবিক ওঠানামা না করায় বিশ্বব্যাপী স্বর্ণকে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে ধাতুটির দাম সাত মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।