ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রেকর্ড দামে ডলার বিক্রি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৮, ১১ নভেম্বর ২০২৩

রেকর্ড দামে ডলার বিক্রি

খোলা বাজারে ডলারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একদিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম ৫-৬ টাকা বেড়ে ১২৭ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার দিনের প্রথমার্ধ পর্যন্ত প্রতি মার্কিন ডলারের দাম ছিল ১২২ টাকার আশপাশে। কিন্তু হঠাৎ করে দুপুরের পর দাম বাড়তে শুরু করে। শুধু ডলারের দামই বাড়েনি, অন্যান্য বিদেশি মুদ্রার দামও রাতারাতি ৪-৫ টাকা বেড়ে গেছে।

এর আগে গণমাধ্যমে খবরে জানানো হয়, বৈধ পথে অর্থ পাঠানোকে উৎসাহিত করতে কিছু কিছু ব্যাংক প্রতি ডলারে ১২৪ টাকা দিচ্ছে। এর একদিন পরই খোলা বাজারে ডলারের দাম বেড়ে যায়।

এদিকে রেমিট্যান্স আনার ক্ষেত্রে ডলারের দর নিয়ে আবারো কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রণোদনাসহ রেমিট্যান্স আনার ক্ষেত্রে ব্যাংকগুলো ডলারপ্রতি সর্বোচ্চ ১১৬ টাকা পর্যন্ত দিতে পারবে। কোনো ব্যাংক এর চেয়ে বেশি দামে ডলার কিনলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে ডলারের বিনিময় হার নিয়ে এসব সিদ্ধান্তের কথা উঠে আসে।

রেমিট্যান্সের ডলারের দর ১২৪ টাকা পর্যন্ত উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওই বৈঠক আহ্বান করা হয়। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠকটি ডাকা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।