ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যাংক ঋণের সুদহার আরো বাড়বে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:২৬, ৬ ডিসেম্বর ২০২৩

ব্যাংক ঋণের সুদহার আরো বাড়বে

বাজারভিত্তিক হার নির্ধারণ ও মূল্যস্ফীতি কমাতে ঋণের সুদের হারের সীমা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছয় মাসের মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) নামে পরিচিত বাংলাদেশ ব্যাংকের বেঞ্চমার্ক সুদের হার নভেম্বরে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যা স্মার্ট চালুর পর থেকে সর্বোচ্চ হার। এর ফলে আরো বাড়বে ব্যাংক ঋণের সুদহার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে বেঞ্চমার্ক সুদের হার অক্টোবরের ৭ দশমিক ৪৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৭২ শতাংশ হয়েছে। সর্বশেষ স্মার্ট হার বৃদ্ধির মানে হলো ব্যাংক ঋণ আরো ব্যয়বহুল হতে যাচ্ছে, এ কারণে ঋণের সুদ আরও বাড়বে।

এই বৃদ্ধির পর ডিসেম্বরে ব্যাংকগুলোর সর্বোচ্চ ঋণের সুদহার দাঁড়াবে ১১ দশমিক ৪৭ শতাংশ। ব্যাংকগুলো এখন ঋণ দেওয়ার জন্য মার্জিন হিসেবে স্মার্ট রেটে ৩ দশমিক ৭৫ বেসিস পয়েন্ট যুক্ত করতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ট্রেজারি বিলের সুদের হার বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংকের পলিসি রেট বৃদ্ধির কারণে ব্যাংক ঋণের সুদের হার বাড়ে।

অন্যদিকে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট ১ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করেছে, যা নীতি সুদহার নামেও পরিচিত। মূল্যস্ফীতি বাড়তে থাকায় গত ১৯ মাসের মধ্যে রেপো রেট অষ্টমবারের মতো বাড়ানো হয়েছে। রেপো রেট হলো সেই হার, যে হারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয়।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশ এবং আগামী বছরের জুনের মধ্যে ৬ শতাংশে নামিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে।