ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

প্রবাসীরা পাঠালো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৪, ৪ ডিসেম্বর ২০২৩

প্রবাসীরা পাঠালো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স

সদ্যবিদায়ী নভেম্বর মাসে ১৯৩ কোটি ডলার বা ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

ব্যাংকগুলো প্রাবাসীদের কাছ থেকে বেশি দামে রেমিট্যান্স কেনায় এবং বিদেশে প্রবাসীদের সংখ্যা বাড়তে থাকায় রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন মতে, নভেম্বর মাসে মোট ১৯৩ কোটি ডলার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা। এটি আগের মাস অক্টোবরের চেয়ে প্রায় পাঁচ কোটি ডলার কম। অক্টোবর মাসে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। তবে গত বছরের নভেম্বর মাসের চেয়ে ৩৩ কোটে ডলার বেশি এসেছে। গত বছরের নভেম্বরে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। এর আগে অক্টোবরে দেশে ১.৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ।

নভেম্বর মাসের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার। তবে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুসারে, এ বছরের ২৯ নভেম্বর পর্যন্ত ১২ লাখের বেশি বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। গত বছর এ সংখ্যা ছিল ১১ লাখ ৩৫ হাজার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে ( জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৬.৮৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭.১৯ বিলিয়ন ডলার।