ঢাকা     ২৭ ডিসেম্বর ২০২৪ ||  ১৩ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্ববাজারে বাড়লেও দেশে কমলো স্বর্ণের দাম

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:২৫, ৬ ডিসেম্বর ২০২৩

বিশ্ববাজারে বাড়লেও দেশে কমলো স্বর্ণের দাম

কয়েক দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ আট হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

সবশেষ গত ২৯ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। যা ৩০ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ৯৪১ টাকায় বেচাকেনা হয়েছে।

এদিকে বেশ কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে বাড়ছে স্বর্ণের দাম। গত শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০৩৯ ডলার ৪২ সেন্টে। এ নিয়ে সাপ্তাহিক ভিত্তিতে টানা ৩ সপ্তাহ উত্থানের পথে রয়েছে স্বর্ণের দাম। আর মাসিক হিসেবে দ্বিতীয় মাস গুরুত্বপূর্ণ ধাতুটির দরে উল্লম্ফন ঘটেছে। উল্লেখ্য, গত নভেম্বরে স্বর্ণের মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৬০ ডলার।