ঢাকা     ০৩ জানুয়ারি ২০২৫ ||  ১৯ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বছর শেষে রেমিট্যান্সের পালে হাওয়া

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ২৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২১:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৩

বছর শেষে রেমিট্যান্সের পালে হাওয়া

নভেম্বরের পর চলতি ডিসেম্বর মাসেও হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে। চলতি মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।

রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ডিসেম্বরের প্রথম ২২ দিনেই ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগে গতমাস নভেম্বরের প্রথম ২৪ দিনে এসেছিল ১৪৯ কোটি ২৯ লাখ (দৈনিক ৬ কোটি ২২ লাখ)। আর পুরো সেপ্টেম্বর মাসে এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স।

এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার ডলার।