ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বছরের সর্বোচ্চ রপ্তানি আয় ডিসেম্বরে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৭, ৩ জানুয়ারি ২০২৪

আপডেট: ০৪:১৬, ৪ জানুয়ারি ২০২৪

বছরের সর্বোচ্চ রপ্তানি আয় ডিসেম্বরে

সদ্য বিদায়ী ডিসেম্বরে গত বছরের সর্বোচ্চ রপ্তানি আয় এসছে। ডিসেম্বরে রপ্তানি আয় এসেছে ৫.৩১ বিলিয়ন ডলার। মঙ্গলবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে ২৭.৫৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা সামান্যই (শূন্য দশমিক ৮৪ শতাংশ) বেড়েছে।

বাংলাদেশের রপ্তানির অন্যতম মূলস্তম্ভ– টেক্সটাইল শিল্পে এসময়ে সামান্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তৈরি পোশাক রপ্তানি আয় ১.৭২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে হয়েছে ২৩.৩৯ বিলিয়ন ডলার; যা ছিল এই ছয় মাসে মোট রপ্তানির ৮৫ শতাংশ।

এছাড়া, নিটওয়্যার খাতে একক অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে ওভেন টেক্সটাইলের রপ্তানি পারদর্শিতা টানা কয়েক মাস ধরেই কমার ঘটনা লক্ষ করা গেছে।  

রপ্তানির অন্যান্য প্রধান প্রধান খাতেও প্রতিকূলতা দেখা গেছে। যেকারণে জুলাই-ডিসেম্বর সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায়– হিমায়িত ও জ্যান্ত মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটপণ্য, হোম টেক্সটাইল ও ফুটওয়্যার খাতে প্রবৃদ্ধি চলে গেছে নেতিবাচক ধারায়।