ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যবসায়ীদের জন্য এনবিআরের সুখবর

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৮, ৫ জানুয়ারি ২০২৪

ব্যবসায়ীদের জন্য এনবিআরের সুখবর

দেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে কাঁচামাল আমদানি বা প্রস্তুতকৃত পণ্য রপ্তানিতে বন্দরে আর মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর নতুন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শতভাগ রপ্তানিমুখী শিল্প, স্বীকৃত রপ্তানিকারক, বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠান– কাঁচামাল আমদানি বা প্রস্তুতকৃত পণ্য রপ্তানির জন্য বন্দর সেবা গ্রহণের ওপর ভ্যাট থেকে অব্যাহতি পাবে।

এর আগে ২০১৯ সালের ১৩ জুন এনবিআর বন্দরের সকল সেবায় শতভাগ ভ্যাট মওকুফ করেছিল। তবে ২০২২ সালের অর্থ আইনে এ সুবিধা প্রত্যাহার করা হয়। নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।  

গত বছরের জুলাইয়ে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এক চিঠিতে জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে সকল আমদানি ও রপ্তানিতে ১৫ শতাংশ ভ্যাট আদায় করবে। এই চার্জে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় প্রতি টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনারে এক হাজার টাকার বেশি বাড়তি ব্যয় যোগ হয় বলে জানিয়েছেন গার্মেন্ট মালিকরা।