ঢাকা     ২২ জানুয়ারি ২০২৫ ||  ৯ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আরো বাড়ছে ব্যাংক ঋণের সুদহার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:১৩, ১২ জানুয়ারি ২০২৪

আরো বাড়ছে ব্যাংক ঋণের সুদহার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে মুদ্রানীতিতে ঋণের সুদের হার আরো বাড়তে পারে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মুদ্রানীতির খসড়া প্রায় চূড়ান্ত, নতুন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতিতেও নীতি সুদের হার আরও বাড়িয়ে টাকার অবমূল্যায়ন কমানো হবে। এতে সুদহার বেড়ে মূল্যস্ফীতি কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ছিল ‘গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা। আর আগামী জুনের মধ্যে সেটি ৬ শতাংশে আনার। যদিও গত নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ হয়।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এরইমধ্যে ঋণের সুদহার কিছুটা বাজারভিত্তিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতি সুদের হারও বাড়ানো হয়েছে। ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৮৯ শতাংশ করা হয়েছে। যার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে।