ঢাকা     ২২ ডিসেম্বর ২০২৪ ||  ৮ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ‘১৩৯’ ভরি স্বর্ণ চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২ জুন ২০২৪

আপডেট: ১৪:৪৬, ৬ জুন ২০২৪

ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের ‘১৩৯’ ভরি স্বর্ণ চুরি

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৩৯ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ মে দুপুরে ঘটনাটি জানাজানি হলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক মামলা দায়ের করেননি।

নগরের বেভারলি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রোকেয়া বারী ব্যাংকের একটি লকারে ওই গয়না রেখেছিলেন। ব্যাংকটির গ্রাহক রোকেয়া আক্তার বারী জানান, তিনি ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় লকার ব্যবহার এবং অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। ২৯ মে দুপুর দেড়টায় ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় কিছু স্বর্ণালংকার আনার জন্য যান তিনি। লকারের দায়িত্বে থাকা অফিসার তাকে নিয়ে লকার খুলতে গেলে বরাদ্দকৃত লকারটি খোলা দেখতে পান।

তিনি আরো বলেন, লকারে গলার সেট, গলার চেইন, আংটি, কানের দুল, চুড়ি, জড়োয়া সেটসহ ১৪৯ ভরি স্বর্ণালংকার ছিল। লকার খোলার পর দেখা যায়, সেখানে মাত্র ১০ থেকে ১১ ভরি স্বর্ণ অবশিষ্ট আছে। খোয়া যাওয়া স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা। এই চুরির ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি মনে করেন।

রোকেয়া বারীর ছেলে ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই এবং চকবাজার থানার ওসি লকার রুম দেখে গেছেন। বুধবার রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করতে চেয়েছিলাম। কিন্তু ওসি আমাদের বলেন, মামলা করতে। আমরা পরিবারের আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি। এ বিষয়ে সোমবার আদালতে অভিযোগ দায়ের করবো।